আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তীঃ- সোমবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে(Ramkrishna Mission) বৈদিক মন্ত্রচ্চারণের মাধ্যমে আনন্দম্ এর অনুষ্ঠান এদিন শুরু করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বলভদ্রানন্দজী মহারাজ, সহ সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, স্বামী শাস্ত্রজ্ঞান্দজী মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, স্বামী সুপর্ণানন্দজী মহারাজ, সচিব, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, স্বামী শিবাধীশানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, এই অনুষ্ঠানের সঞ্চালক সায়ন দাস, ডা. মলয় দাশগুপ্ত, সভাপতি, সঞ্জীব ঘোষ সম্পাদক আনন্দম্। এদিন বিবেকানন্দ হল, রামকৃষ্ণ মিশন ইনষ্টিটিউট অফ কালচার, গোলপার্কে প্রায় ৭০০ ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে এবং স্বেচ্ছাসেবকদের ভালোবাসায় স্বামীজির আদর্শ অনুসরণ করে সফল হয় আনন্দম্ এর অনুষ্ঠান।
শ্রীরামকৃষ্ণের শিব জ্ঞানে জীব সেবা আদর্শকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে অদ্বৈত আশ্রম এর বিবেকানন্দ স্ট্যাডি সার্কেলের ছাত্র-ছাত্রীদের দ্বারা প্রতিষ্ঠিত টিম আনন্দম্ একটি ছোট্ট প্রতিষ্ঠান। এরা দীর্ঘদিন ধরে প্রচার বিমুখ হয়ে দরিদ্র্য ছেলেমেয়েকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ২০২০ সেই মর্মান্তিক কোভিডের সময় এবং আমফান ঝড়ে এরা প্রচুর সেবা কাজ করেছেন। এযেন এক জাগ্রত ব্রত অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্যবৃন্দ।