জগদ্ধাত্রী পুজোয় উঠে এল এক টুকরো চন্দননগর
জগদ্ধাত্রী পুজোয় উঠে এল এক টুকরো চন্দননগর
আপডেট প্রতিদিন ওয়েবডেস্ক, ৩১ অক্টোবর ২০২৫ঃ দীপাবলির আলো ফিকে হওয়ার আগেই দক্ষিণ কলকাতার জোকায় ডি.টি.সি সাউদার্ন হাইটস আবাসনে জগদ্ধাত্রী পুজোয় দেখা মিলল এক টুকরো চন্দননগর! এবছর প্রথমবারের মতো এই আবাসনে আয়োজন করা হয়েছে জগদ্ধাত্রী পূজার, যার মূল ভাবনা “সনাতন সংস্কৃতি”।
ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধনে গড়ে উঠেছে এই জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। যেন ছোট্ট চন্দননগর নেমে এসেছে দক্ষিণ কলকাতার এই আবাসনে। পাশাপাশি এই আবাসনের প্রায় ১৩০০ ফ্ল্যাট ও সাড়ে তিন হাজারেরও বেশি বাসিন্দাকে একত্রিত করে এই পূজার আয়োজন করেছে ডি.টি.সি সাউদার্ন হাইটস কালচারাল অ্যাসোসিয়েশন।

এরপর পুজো কমিটির প্রেসিডেন্ট পুলক কুমার মুখার্জি জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য হল সনাতন ধর্মের রীতি মেনে পূজা করা এবং চন্দননগরের ঐতিহ্যকে এই আবাসনের মানুষদের সামনে তুলে ধরা।” মণ্ডপের ভাবনা ও নির্মাণের দায়িত্বে ছিলেন পূজা কমিটির সদস্য সলিল কুমার দাস। তাঁর নকশা ও তত্ত্বাবধানে তৈরি হয়েছে মনোমুগ্ধকর প্যান্ডেল, যা আলো, রঙ ও শৈল্পিকতায় যেন হুবহু চন্দননগরের স্মৃতি জাগিয়ে তুলেছে।
পুজো পরিচালনার দায়িত্বে থাকা সদস্য দের মধ্যে অন্যতম অংকুর রায় এবং নুপুর ভট্টাচার্য।বাসিন্দারা জানাচ্ছেন, এই প্রথম বছরের পূজোতেই এমন সাড়া পড়েছে যে আগামী বছর আরও বড় পরিসরে, আরও মনোজ্ঞভাবে পূজা আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

