আপডেট প্রতিদিন, পশ্চিম মেদিনীপুর, বেবি চক্রবর্ত্তী:- বিধ্বংসী অগ্নিকাণ্ড! পর পর তিনটি দোকানে আগুন।মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত জিনিসপত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক লকগেট সংলগ্ন এলাকায়। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
একটি দোকানে আগুন লাগার ফলে আশপাশের দোকান গুলিতে এই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন এলাকার মানুষ। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন তবে শেষ পর্যন্ত দমকল আসে।কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে অনুমান সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন ছড়িয়ে পড়ে। তবে ভোরবেলায় আগুন লাগায় হতাহতের কোন খবর না পাওয়া গেলেও, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর।