আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- ফালাকাটায় শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের রেশ কাটতে না কাটতেই এবার আলিপুরদুয়ার। কুমারগঞ্জ ব্লকের হলদিবাড়িতে ৯ বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। ইতিমধ্যে ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত কাজল মন্ডল নির্যাতিতার পুর্ব পরিচিত।রাজ্যে একের পর ধর্ষণের ঘটনায় এবার সরব হলেন শাসক দলের বিধায়ক। ‘খুনি-ধর্ষকদের উল্লাসভূমি হয়ে যাচ্ছে বাংলা’, ফেসবুক পোস্টে এমনই মন্তব্য করে তোলপাড় ফেললেন বলাগড়ের শাসকদল তথা তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।আরজি কর কাণ্ডের ঘটনায় এখনও মেলেনি ন্যায় বিচার।

রাজ্য জুড়ে ন্যায় বিচারের দাবিতে অভিনব এক প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা বাংলা। এদিকে এর মাঝেই রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণ ও খুনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে। এবার রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় সরব হলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।খুনি-ধর্ষকদের উল্লাসভূমি হয়ে যাচ্ছে বাংলা’ ফেসবুক পোস্টে এমনই মন্তব্য করে প্রশাসন ও সরকারের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।ফেসবুক পোস্টে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লিখেছেন, ‘আর সহ্য হচ্ছে না। টিভি দেখতে বসে কেমন যেন পাগল পাগল লাগছে। মাথা ঠিক রাখা অসাধ্য হয়ে পড়ছে। খুনের পরে খুন, ধর্ষণের পরে ধর্ষণ, ধর্ষণের পরে ধর্ষণ। আর এই অধিকাংশ ধর্ষিত এবং খুন হয়ে যাওয়া সবই প্রায় শিশু ও বালিকা। আমাদের এই পশ্চিমবঙ্গ টাও খুনি ধর্ষকদের উল্লাস ভূমি হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছিনা! এত সাহস এরা পাচ্ছে কি করে।