আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, আলিপুরদুয়ার:- ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্য এক দোষীর শাস্তি চেয়ে শনিবার আলিপুরদুয়ারের ফালাকাটার খগেনহাটে দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিও ওঠে। শনিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এই ঘটনায় অপর অভিযুক্ত মোনা রায় (৪০) শুক্রবার গণপিটুনিতে মারা যায়। শনিবার নাবালিকাকে ‘ধর্ষণ ও খুন’-এর ঘটনায় ধৃত মোনার আত্মীয় ভক্ত রায়ের ফাঁসির দাবি করেন স্থানীয়রা। রাস্তায় টায়ার জ্বালিয়ে দেখানো হয় বিক্ষোভ।

ফালাকাটার বিক্ষোভ


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফালাকাটার বিডিও অনীক রায় ও আইসি সমিত তালুকদার। তাঁদের দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এ দিন শনিবার ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় কোচবিহারের এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে। সেখানে কান্নায় ভেঙে পড়েন নাবালিকার বাবা।তিনি জানান, শুক্রবার মাংস খেতে চেয়েছিল তাঁর মেয়ে। মাঠ থেকে ফিরে তিনি মাংস কেনার জন্য যাচ্ছিলেন। সেই মেয়েই আর বাড়ি ফিরবে না, তা মানতে পারছেন না তিনি। কান্না জড়ানো গলায় তিনি বলেন, ‘আমি অভিযুক্তের ফাঁসি চাই’।ফালাকাটায় ধর্ষণ ও খুনের ঘটনার পরে কুমারগ্রামেও ধর্ষণ! ২৪ ঘণ্টার মধ্যে আলিপুরদুয়ার জেলায় ধর্ষণের শিকার হল আরও এক নাবালিকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৯ বছরের এক নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ওই যুবক তাকে নদী থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই নাবালিকা এখন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অভিযুক্ত ওই প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।