আপডেট প্রতিদিন, জলপাইগুড়ি, বেবি চক্রবর্ত্তীঃ- শিশুদের মাতৃদুগ্ধ পান করানো ও তাদের মনোরঞ্জনের জন্য সুসজ্জিত খেলাঘরের উদ্বোধন হল বিডিও অফিসে। এখানে মূূূলত যেসব মায়েরা ছোট শিশুদের নিয়ে দপ্তরের কোনও কাজে‌ আসবেন তাদের মাতৃদুগ্ধ পান করানোর ব‍্যবস্থা রয়েছে। এছাড়া বিভিন্ন সচেতনতা‌মূলক ছবি ও বার্তা লেখা রয়েছে প্রতিটি দেওয়ালে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই খেলাঘরের উদ্বোধন করেন জলপাইগুড়ি‌র জেলাশাসক শামা পারভিন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক‌রা। নতুন এই ঘরে নিজের শিশুদের স্তন্যপান করাতে পারবেন মায়েরা। পাশাপাশি শিশুরা খেলাধুলার মাধ্যমে যাতে এখানে মনোরঞ্জন করতে পারে সেই ব‍্যবস্থাও করা হয়েছে। বিডিও অফিসে এমন একটি ঘরের উদ্বোধন হওয়ায় খুব খুশি শহরের মহিলারা।