আপডেট প্রতিদিন, শীতলকুচি, বেবি চক্রবর্ত্তী:- গোসাইরহাট বিএড কলেজ সংলগ্ন শীতলকুচি মাথাভাঙ্গা রোডে টোটো ও বাইকের সংঘর্ষে(Accident) আহত ছয়, ঘটনাস্থলে পুলিশ আজ বিকেল তিনটার দিকে এমনই চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের গোসাইরহাট অঞ্চলের অন্তর্গত গোসাইরহাট বিএড কলেজ সংলগ্ন শীতলকুচি মাথাভাঙ্গা রোড। জানা যায় ভাবেরহাট জলেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালার পর টোটোই করে বাড়ি ফিরলেন সাতজন যাত্রী কিন্তু গোসাইরহাট বি এড কলেজ সংলগ্ন শীতলকুচি মাথাভাঙ্গা রোডের ঐ টোটো ও বাইকের সংঘর্ষ হয় এতে টোটোয় থাকা পাঁচজন যাত্রী ও টোটো চালক সহ মোট ছয় জন আহত হয় । স্থানীয় ও পথ চলতি মানুরা আহতদের উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। জানা যায় আহতদের বাড়ি গান্ধী পাঠাগার এলাকায়। পরে ঘটনাস্থলে পুলিশ দিয়ে ক্ষতিগ্রস্ত বাইক ও টোটো টি কে শীতলকুচি থানায় নিয়ে আসে। আহতরা বর্তমান শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।