আপডেট প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ কিছুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাঝে এক-দুই দিন বিরামের পর আবার শুরু হয়েছে বৃষ্টি। তার উপর শুরু হয়েছে ভাঙ্গন। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ী চা বাগান এলাকার ফাগুডুবা ঝোরা জল বৃদ্ধি পেয়েছে। নদীতে বাঁধ না থাকায় শুরু হয়েছে ভাঙ্গন। গ্রামের পাশে চলে এসেছে ঝোরা।
গত বছরও ভাঙ্গনের জেরে এলাকার অনেক জমি ঝোরা গর্ভে চলে গিয়েছে এবং কয়েকটি ঘর চলে গিয়েছে । এই বছরও স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের ঘরবাড়ি ঝোরার গর্ভে যাওয়ার পথে এতে খুবই আতঙ্কিত হয়ে পড়েছে সবাই। স্থানীয় বাসিন্দারা জানান আটিয়াবাড়ী চা বাগানের নয় নম্বর লাইনে প্রায় ১৫০টি শ্রমিক পরিবার বাস করে। বিগত কয়েক বছর ধরে ক্রমাগত ভাঙ্গন হচ্ছে। ভাঙ্গন গ্রামের পাশে চলে এসেছে। সবাই আসে ও দেখে চলে যায় কিন্তু কেউ কিছু করছে না।
যদি শীঘ্র প্রশাসন কোনও উদ্যোগ না নেয় তাহলে অনেকের বাড়ি এবার ঝোরার গর্ভে চলে যাবে। দু’দিন ধরে ফের মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এই আতঙ্কে গ্রামের বাসিন্দারা সারারাত ঘুমাতে পারছেন না।