আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- টার্গেট ২০২৬ বিধানসভা নির্বাচন। আর তার জন্য চাই ব্যাপক জনসংযোগ। একুশে জুলাই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলের প্রত্যেক স্তরের নেতৃত্ব প্রয়োজনে পায়ে হেঁটে, সাইকেলে চেপে, গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করবেন। তার এই নির্দেশকে মান্যতা দিয়ে এদিন সকাল থেকেই টাকা গাছ রাজারহাট অঞ্চলের একাধিক গ্রামে পৌঁছে যান রাজ্য তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। তাও আবার সাইকেলে। কথা বলেন স্থানীয়দের সাথে, পৌঁছে যান পুরাতন তৃণমূল কংগ্রেস নেতা মীর মহিরুদ্দিনের বাড়িতে। কথা হয় তার সাথেও।

এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে এই জনসংযোগ আগামী বিধানসভা নির্বাচনে আলাদা মাত্রা এনে দেবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জনসংযোগ শেষে পার্থপ্রতিম রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সাইকেলে চেপে জনসংযোগ শুরু করা হয়েছে। তিনি হয়তো রোজ জনসংযোগ করতে পারবেন না কিন্তু যখনই সময় পাবেন জেলার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষদের সাথে এভাবেই হয় পায়ে যেতে নয়তো সাইকেলে চেপে জনসংযোগ করবেন। আর এই জনসংযোগ আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে কোচবিহারের ৯এ ৯টি আসন জয় লাভে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়াও তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিভিন্নভাবে বিভিন্ন সময় জনসংযোগের উপর জোর দিয়ে আসছেন। নেত্রী যখন একটি বার্তা দিয়েছেন সেই বার্তা কে মান্যতা দেওয়া কর্তব্য। তাই এই জনসংযোগের নতুন পন্থা গ্রহণ করা হয়েছে।