Dhupguri

আপডেট প্রতিদিন, ধুপগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- জাতীয় সড়কের উপরে থাকা হাইটবার ভেঙ্গে বিপত্তি! হালকা হওয়াতেই ভেঙে পড়ল ধুপগুড়ি(Dhupguri) শিলিগুড়িগামী জাতীয় সড়কের উপর লাগানো হাইটবার । বরাত জোরে প্রাণে বাঁচলেন সরকারি বাসে থাকা যাত্রী এবং পথ চলতি মানুষ। অবরুদ্ধ হল জাতীয় সড়ক । বন্ধ থাকলো যান চলাচল।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ধুপগুড়ি মহকুমার অন্তর্গত ঝুমুর এলাকায়।এশিয়ান হাইওয়ে ৪৮ নং সড়কের উপরে থাকা হাইটবারের ওপরে লাগানো ছিল বিজ্ঞাপনের একটি সুবিশাল হোডিং। সেটা শুদ্ধ ভেঙে পড়ে জাতীয় সড়কের উপর। ধুপগুড়ি থেকে জলপাইগুড়ি- শিলিগুড়ি গামী এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কের ছিল হাইটবারটি।অভিযোগ মাঝেমধ্যেই এই সড়ক দিয়ে পণ্য বোঝাই লরি এবং বড় বড় মেশিন বোঝাই গাড়ি সড়কের উপর দিয়ে পারাপার করার জন্য এই হাইটবার গুলি খোলা হয়ে থাকে । যার কারণে হাইডবাড়ের নাট বল্টু খোলা ছিল এবং একটা অংশে লাগানো ছিল না বলে অভিযোগ। যার কারণে হালকা হওয়াতেই ভেঙে পড়ে ওই হাইট বারের উপরের অংশ।বড়সড়ো প্রাণহানির ঘটনা ঘটতে পারতো এদিন ।

Dhupguri

আর এই ঘটনা থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কের উপর এই হাইটবার গুলি দেওয়ার মূল উদ্দেশ্যটা কি যদি হাইট বার খুলে এই পথ ধরেই বড় বড় গাড়ি পাস করা হয়? কারা এই হাইট বার খুলে গাড়ি পারাপার করছেন? সরকারি নিয়ম অনুযায়ী কি এইভাবে হাইটবার খুলে গাড়ি পারাপার করা যায়? কিভাবে বিপদজনক অবস্থায় এই হাইটবারটি রাখা হয়েছিল? দায় কার?যদিও হাইববাটি বারবার খোলা কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে দাবী করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই ঘটনার যের রাস্তার দু’ধারে সুবিশাল গাড়ির লাইন লেগে যায়। যার কারনে দীর্ঘক্ষণ যানজট শুরু হয়। পরবর্তীতে ধুপগুড়ি থানার পুলিশ ও ধুপগুড়ি ট্রাফিক ওসির নেতৃত্বে হাইড্রোলিক মেশিনারি নিয়ে এসে সম্পূর্ণ হাইট বারটি খুলে ফেলা হয়। ঘটনার তলে উপস্থিত হন রেলওয়ে আধিকারিকরা। পুলিশের প্রচেষ্টায় যানজট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Dhupguri