আপডেট প্রতিদিন, জলপাইগুড়ি, বেবি চক্রবর্ত্তী :-চা-বাগানে নাবালিকা প্রেমিকাকে গণধর্ষণকে(Gangrape) কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷ ডুয়ার্সের মেটেলি থানা এলাকার এই ঘটনায় অভিযুক্ত সাতজন৷ অভিযুক্তদের মধ্যে রয়েছে মেয়েটির প্রেমিকও৷ পুলিশ সাতজনকেই গ্রেফতার করেছে৷ সূত্র মারফত জানা গেছে, ঘটনার ভিডিয়ো করে রাখে অভিযুক্তরা৷ পরে সেই ভিডিয়ো ভাইরাল হয়৷ এরপরই নাবালিকার পরিবারের তরফে ডুয়ার্সের মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ তদন্তে নেমে পুলিশ সাতজন অভিযুক্তকে গ্রেফতার করে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে ঘটনাটি ঘটে৷ ছ’জন ছেলে ডুয়ার্সের মেটেলি থানা এলাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে৷ তার পর তারা বন্ধু ও বন্ধুর নাবালিকা প্রেমিকাকে নিয়ে চা-বাগানে যায়৷ সেখানে প্রেমিক ও তার বন্ধুরা মেয়েটিকে ধর্ষণ করে৷ সেই সময় তারা ভিডিয়ো রেকর্ডও করে৷ গত রবিবার সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়৷ তার পরই এই নিয়ে হইচই পড়ে৷ সূত্রের খবর অনুযায়ী, ধৃতদের মধ্যে পাঁচজন নাবালক রয়েছে।