আপডেট প্রতিদিন, জলপাইগুড়ি, বেবি চক্রবর্ত্তীঃ- ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মালিপাড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, তাদের গ্রামের ১৬/২৩৪ নম্বর বুথের দীর্ঘদিনের বাঁশের সেতুটি ভেঙে গেছে। ফলে গ্রামবাসীদের চলাচল ব্যাহত হয়েছে।
পাশাপাশি অভিযোগ ওঠে বছরের পর বছর ধরে এভাবেই ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দমকল এমনকি চিকিৎসা ক্ষেত্রে যেতে গেলেও সম্বল এই ভাঙা বাঁশের সাঁকো।প্রশাসন কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় হতাশায় ভুগছে গ্রামের বাসিন্দারা। সূত্রের খবর এদিকে গ্রামের প্রধান গোটা বিষয়টি স্বীকার করে নিয়ে দাবি করেন, বহু বছর ধরে একের পর এক একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। এখন দেখার বিষয় হল যে এই সমস্যার কবে সমাধান পায় স্থানীয় মানুষ সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।