নেশার ওষুধের আখড়া

আপডেট প্রতিদিন, জলপাইগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- চায়ের দোকানের আড়ালে চলছিল নেশার ওষুধের আখড়া। পুলিশের অভিযানে সামনে এলো এই চাঞ্চল্যকর ঘটনা । জলপাইগুড়ির মালবাজার শহরের ঘটনা। বিপুল পরিমাণে নেশার ওষুধ সহ গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। ধৃত অদেশ রাউত চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরেই এই নেশার ওষুধের কারবারের সঙ্গে যুক্ত বলে সন্দেহ ছিল পুলিশের। তাকে হাতেনাতে ধরতেই বেশ কিছুদিন ধরে সাদা পোশাকের পুলিশ তার গতিবিধির ওপর নজর রাখছিল। মালবাজার শহরের ঘড়িমোড় এলাকায় তার চায়ের দোকানেই মজুদ করা ছিল এই স্টেরয়েড জাতীয় ট্যাবলেট এবং কাফসিরাপ।

শনিবার রাতে আচমকাই আইসি সমীর তামাং-এর নেতৃত্বে হানা দেয় মালবাজার থানার পুলিশ। মাল ব্লক উন্নয়ন অধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাসের উপস্থিতিতে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় ওষুধগুলো। পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া ওষুধের মধ্যে “স্টেরয়েড” জাতীয় মারাত্মক ক্ষতিকর ওষুধ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অদেশ রাউতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য আদায়ের জন্য আদালতে রিমান্ডের আবেদন করবে মালবাজার থানার পুলিশ। প্রসঙ্গত, এর আগেও ধৃত ব্যক্তিকে দু-বার গ্রেফতার করেছিল মালবাজার থানার পুলিশ।