আপডেট প্রতিদিন, জলপাইগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- গভীর রাতে ব্যাবসায়ীদের অভিজাত এলাকায় সন্দেহজনক গাড়িতে জনাকয়েক, সামনে ভিড়তেই সাদা পোশাকের পুলিশ দলের ওপর গুলি বৃষ্টি করে ফেরায় দুষ্কৃতীরা , আটক তিন, আতঙ্কে এলাকাবাসী। সূত্রের খবর,বুধবার মধ্যরাত অর্থাৎ বৃহষ্পতিবার ভোর প্রায় আড়াইটে ,গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি(Jalpaiguri) শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র দিন বাজারের রামানন্দ দাগা সরণিতে ছুটে যায় কোতওয়ালি থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যরা।
রাত তখন ২:১৮ কি ২০,দিন বাজার এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক ৪/৫, জন,চেজ করতেই পুলিশের ওপর 3 রাউন্ড গুলি,,,চালিয়ে ফেরায় হয়ে যায় সন্দেহজনক দলটি! জিজ্ঞাসাবাদের জন্য পুলিস রাতে ঘটনাস্থলে থাকা তিন শ্রমিককে আটক করে । এই ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী তথা ব্যাবসায়ী লাল বাবু সিং জানান, ভোর হতেই শুনতে পেলাম রাতে গুলি চলেছে, এমন তো এই শহর ছিলো না, আমরা আতঙ্কে রয়েছি। ইমরান বলেন, সকালে উঠে দেখি আমার ওষুধের দোকানের গার্ড ওয়াল টা ভাঙ্গা, তার পরেই শুনছি রাতে গুলি চলেছিল।