আপডেট প্রতিদিন, ময়নাগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি(Maynaguri) থানা এলাকায়, ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খান্ডভালে রবিবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ময়নাগুড়িবাসী পরিতোষ দাস শনিবার যখন নিজের ঘরের আলমারি খোলেন তখন দেখতে পান আলমারির মধ্যে রাখা সোনার গয়না নেই, এরপরেই তিনি ময়নাগুড়ি থানাতে চুরির অভিযোগ দায়ের করেন, অভিযোগ পেতেই ময়নাগুড়ি পুলিশ দ্রুত ঘটনার তদন্ত শুরু করে।এই ঘটনায় অভিযোগকারীর বাড়ির পরিচারিকাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পরিচারিকা দিপালী দাস স্বীকার করে যে তার স্বামী কৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে, এরপর তদন্তকারী দল দ্রুত দিলাপী দাসের বাড়ীতে তল্লাশী শুরু করে এবং চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে।
এই ঘটনায় মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার এবং অপরাধীদের গ্রেফতার করতে সমর্থ হয়েছে। গ্রেফতার দিপালী সরকার এবং কৃষ্ণ দাসকে নির্দিষ্ট ধারায় অভিযুক্ত করে জেলা আদালোতেপেশ করেছে।

Maynaguri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *