Naksalbari

আপডেট প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ চুরির সামগ্রী বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হল এক যুবক। নকশালবাড়ির তোতারাম এলাকার ঘটনা। ধৃতের নাম রবি সিংহ। খড়িবাড়ির কোয়াটার মোড়ের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে চুরির সামগ্রী বিক্রি করা হচ্ছে।এরপরই অভিযান চালিয়ে যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে কাঁসার ৪টি থালা, ২টি গ্লাস, পঞ্চপ্রদীপ, বালতি সহ একাধিক কাঁসার সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ।

By ADMIN