আপডেট প্রতিদিন, শিলিগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- শনিবারও লাল সর্তকতা(Red Alert) জারির পাশাপাশি তিস্তার দোমাহানিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সর্তকতা জারি রয়েছে বলে এদিন সকালে সেন্ট্রাল ফ্ল্যাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে জানা যায়। আজও জলপাইগুড়ির বেশ কিছু এলাকা জলমগ্ন ফুঁসছে তিস্তা, জলঢাকা, করলা সহ জেলা বিভিন্ন নদী গুলো।আজ ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই বেশি। গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল ছটা এবং সাতটায় জল ছাড়ার পরিমাণ অনেকটাই বেশি সকাল ছয়টায় ৩০৩৮.৬০ এবং সাতটায় ৩০২৯.০২ কিউমেক।তবে এদিন সকাল থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় কিছুটা হলেও স্বস্তি জলপাইগুড়িবাসীর।

সকাল থেকে জেলা জুড়েই মেঘলা আকাশ।এদিন সকালে জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনি করলা নদী সংলগ্ন জলমগ্ন এলাকার বাসিন্দারা স্থায়ী নদী বাঁধের দাবি জানান। আজও বাড়ি রাস্তায় জলে জলমগ্ন সাইকেল নিয়ে জুতো হাতে জল পেরিয়ে যাতায়াত স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের। বিগত এক মাসে এই এলাকায় তিন থেকে চার বার জল ওঠার কারণে বাড়ির আসবাবপত্র জলে নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। চরম দুর্ভোগে বাসিন্দারা। বেশ কিছু পুরসভার পাশাপাশি আজও জলমগ্ন জেলার বিভিন্ন ব্লগে বেশ কিছু এলাকা। তবে প্রশাসন সমস্যা সমাধানে সর্বতোভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবর।