আপডেট প্রতিদিন ওয়েব ডেস্কঃ শিলিগুড়িতে একটি নামী কোম্পানির নামে নকল টিনের কারবারের পর্দাফাঁস।কোম্পানির অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ির (siliguri) একটি দোকান থেকে টিন উদ্ধার করলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, ভক্তিনগর থানা অন্তর্গত একটি দোকানে একটি নামী কোম্পানির নাম করে নকল টিন গ্রাহকদের বিক্রি করা হচ্ছিল। এই খবর পায় কোম্পানি। এরপরই কোম্পানির তরফে তদন্তে নামা হয়।
ভক্তিনগর থানার অন্তর্গত ওই দোকানে নকল টিন বিক্রি হওয়ার বিষয়টি স্পষ্ট হতেই কোম্পানির তরফে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ভক্তিনগর থানার পুলিশ কোম্পানির প্রতিনিধি দলকে নিয়ে ওই দোকানে অভিযান চালায়। দোকান থেকে উদ্ধার হয় নকল টিন।কোম্পানির তরফে দোকান মালিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।