আপডেট প্রতিদিন, শিলিগুড়ি, বেবি চক্রবর্ত্তীঃ- শিলিগুড়ি(Siliguri) এসএফ রোডে তৈরি হতে চলছে ফুড লেন। এদিন  ফুড লেনের কাজের অগ্রগতি দেখতে পৌঁছন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পুরনিগমের তরফে শিলিগুড়িতে ফুড লেন তৈরি করা হচ্ছে যেখানে প্রায় ২০ টি স্টল থাকবে বলে জানা গিয়েছে। ফুড লেনের পাশাপাশি পুরনিগমের তরফ থেকে সৌন্দর্যায়নের প্রতিও বিশেষ নজর রাখা হচ্ছে। আলোর ব্যবস্থা থেকে শুরু করে বসার জন্য থাকবে বেঞ্চ। সবুজের প্রতি নজর দিয়ে গাছ বসানোর কাজ চলছে। কিন্তু অন্যদিকে স্টলগুলি স্থাপনের ক্ষেত্রে  সমস্যায় পড়তে হয়েছে পুরনিগমকে।


এরপর জানা গিয়েছে যে শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টোদিকে এই স্টলগুলি বসানো হচ্ছে যেখানে বিগত কয়েক দশক ধরে ব্যবসা করে আসছেন বেশকিছু ফুল ও অন্যান্য দোকানের ব্যবসায়ীরা। দোকানগুলির সামনে ফুড স্টল বসানো হলে তাতে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এদিন ওই এলাকায় মেয়র গৌতম দেব পৌঁছলে সেখানেও ব্যবসায়ীরা মেয়রের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।খুব শীঘ্রই ব্যবসায়ীদের সমস্যা নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং করা হবে বলে পুরনিগমের তরফে জানানো হয়েছে।