আপডেট প্রতিদিন, শিলিগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- শিলিগুড়ি(Siliguri) ২২ নম্বর ওর্য়াডের তালতলার বাসিন্দা পিন্টু পাল ছুরির আঘাতে খুন হয় বড় ভাই মধুসূদন পালের হাতে। গত পরশু শুক্রবার রাতে পিন্টু পালের মা অসুস্থ হবার দরুন হাসপাতালে পরিবারের সকলে ছিলেন।সেই সময় মদ‍্যপ অবস্থায় বাড়িতে দুই ভাইয়ের মধ্যে বচসা হয় এরপর উত্তেজিত হয়ে বড় ভাই ছোট ভাইকে চাকু দিয়ে আঘাত করে।আহত অবস্থায় পিন্টু পাল পরিবারের লোকেদের ফোন করেন।পিন্টু পালের পরিজনদের মধ্যে একজন জানান ঘটনার খবর পেয়ে ছুটে এসে দেখেন পিন্টু পাল পেটে কাপড় চেপে দবসে রয়েছে।সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আঘাত গুরুতর হওয়ায় হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এরপর রবিবার ভোর রাতে মৃত‍্যু হয় তার।সকালে খবর পাওয়া মাত্র পিন্টু পালের বাড়ি ছুটে আসে ওর্য়াড কাউন্সিলর দীপ্ত কর্মকার।বাড়ির পরিজনদের সঙ্গে কথা বলার পর জানান প্রায় দিনই মদ‍্যপ অবস্থায় ছোটখাটো ঝগড়া লেগে থাকতো দু ভায়ের মধ্যে।কিন্তু এর পরিনাম যে মৃত্যুতে শেষ হবে ভাবতেই পারেন না।বড় ভাই মধুসূদন পাল কোন কাজ কর্ম করেন না যার দরুন তার পরিবার ছেড়ে চলে গেছেন।সেই সব কারনেই হয়তো এই ঘটনার মূল কারন।দীপ্তবাবু আরো জানান এই বিষয়টি থানাতে জানানো হয়েছে।থানা থেকে বলা হয়েছে কাজ কর্ম সব মিটে গেলে অভিযোগ জানাতে তার পর তদন্তে নামবেন পুলিশ।