আপডেট প্রতিদিন, শিলিগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- পুরনিগমের কাজে হস্তক্ষেপ তৃনমূল কাউন্সিলারের।ভাংচুর না করেই ফিরে যেতে হল পুরকর্মিদের।শিলিগুড়ির(Siliguri) চম্পাসরি মোড়ের কাছে নিবেদিতা রোডে দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে ব্যবসায়িরা বাজার বসান।জানা গিয়েছে,সোমবার শিলিগুড়ি পুরনিগমের তরফে দোকানগুলি উচ্ছেদের নোটিস দেওয়া হয়।রাস্তা দখল করে ব্যবসা করছে ব্যবসায়িরা সেই কারনেই এই উচ্ছেদের নোটিস বলে খবর।এই বাজারের উপর প্রায় ১৪৯টি পরিবারের জীবিকা নির্ভর করছে।তাই পুরনিগমের নোটিস দেওয়ার পর ব্যাবসায়িরা তাদের দোকান খালি করে দিলেও তৃনমূলের দলিয় পতাকা হাতে নিয়ে এবং ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার দিলিপ বর্মনকে সঙ্গে নিয়ে প্রতিবাদে নামেন তারা।তাদের পুনর্বাসন না দিলে দোকানে হাত দিতে দেবেন না বলে হুঙ্কার দেন তারা।

Siliguri

মঙ্গলবার সকাল থেকেই পুরনিগমের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় এমনকি জেসিবিও নিয়ে আসা হয়।তবে জেসিবির সামনে আন্দোলনকারীরা শুয়ে পরেন পাশাপাশি ৪৬নম্বর ওয়ার্ড কাউন্সিলারের হস্তক্ষেপের ফলেই চলেনি জেসিবি।ভাংচুর না করেই ফিরে যেতে হয় পুরকর্মিদের।তৃনমূলের পুরবর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন খোদ তৃনমূল কাউন্সিলার দিলিপ বর্মন।পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকলেও উচ্ছেদ না করেই ফিরে জেতে হয় শিলিগুড়ি পুরনিগমের কর্মিদের। ফের কি এখানে দোকান বসবে? উঠছে প্রশ্ন। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,মুখ্যমন্ত্রীর উপরে কেউ নয়।তার যা নির্দেশ রয়েছে তা মেনেই কাজ হবে।পুনবাসন দেওয়া হবে তবে সরকারি নিময় যা রয়েছে সেই ভাবেই চলবে।

Siliguri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *