আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তীঃ- গত ১০-ই জুলাই পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয় এবং আজ অর্থাৎ শনিবার সেই ভোটের ফলাফল ঘোষিত হতেই প্রথম থেকে এগিয়ে ছিল চার কেন্দ্রে তৃণমূল প্রার্থী বেলা বাড়তেই তৃণমূলের জয় উল্লাস বেড়ে যায় চার কেন্দ্রের মধ্যে অন্যতম হলো বনগাঁর বাগদা এখানে দেশে সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে জয়ী হলেন ২৫ বছর বয়সি ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্না ঠাকুর, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই আসন গুলির মধ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। তবে উপনির্বাচনের সবকটি আসন ছিনিয়ে নিল তৃণমূল। সেই আনন্দে সবুজ আবির উড়ছে বাংলা জুড়ে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে তৃণমূলের সাধন পান্ডে জিতেছিল মাত্র ২০ হাজার ভোটে তার মৃত্যুর পর আড়াই বছর কেটে গিয়েছে সেই মানিকতলা উপনির্বাচনে তার বউ সুপ্তি পান্ডে,ভোটব্যাঙ্ক বাড়িয়ে ৬২,৩১২ ভোটে জয়ী হয়।

আবার অন্যদিকে মাত্র ২৫ বছর বয়সি ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা প্রথমবার রাজনীতিতে পা রেখেই ৩৪ হাজার ভোটে জয়ী হয়ে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হলেন। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি থেকে ঘাসফুলে যোগদান করে লোকসভা নির্বাচনে লড়াই করে হেরে যাওয়া সেই মুকুটমনি অধিকারী আবার বিধানসভা উপনির্বাচনে ৩৭ হাজার ভোটে তার নিকট তম বিজেপির মনোজ কুমার বিশ্বাসকে পরাজিত করেন। রায়গঞ্জে ২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিদায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী কিন্তু পরে পদ্মফুল থেকে দলবদল করে ঘাস ফুলে যোগদান করেন এবং সেই রায়গঞ্জেই ২০২৪ এর বিধানসভা উপনির্বাচনে কৃষ্ণ জয়ী হলেন ৪৯ হাজার ভোটে। চার বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে ঠাকুরবাড়িতে জয়হুল্লাশ,, ভোটের ফলাফল বের হতেই আবির মেখে এবং কাশর ঘন্টা বাজিয়ে জয় মেতে উঠলেন রায়গঞ্জের মানুষ।