আপডেট প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে তোলপাড়ের মধ্যেই এবার পূর্ব মেদিনীপুরের এগরায় উদ্ধার বোমা। পুলিশ সূত্রে খবর, স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রের ছাদের উপর বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এগরা থানায় খবর গেলে পুলিশ গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। রাত পোহালেই তমলুক, কাঁথি, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে এগরায় কারা, কী উদ্দেশ্যে বোমা মজুত করেছিল? খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, গরু পাচারকাণ্ডের অন্য়তম অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের কাছ থেকে দু’দফায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন দেব। ঘাটালে ভোটের আগে চাঞ্চল্য়কর দাবি করলেন শুভেনদু অধিকারী। সেই পোস্টকে হাতিয়ার করে প্রতিপক্ষকে আক্রমণ করেছেন হিরণও। এনিয়ে বিরোধী দলনেতার পাশাপাশি ঘাটালের বিজেপি প্রার্থীকেও একযোগে জবাব দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী।