বাংলার ভোটাধিকার রক্ষায় ও এস.আই.আর এর বিরোধিতায় উত্তর কলকাতায় অল ইন্ডিয়া উন্নয়ন উদ্বাস্তুর প্রতিবাদ সভা

আপডেট প্রতিদিন,বেবি চক্রবর্ত্তী ১১নভেম্বর:কলকাতা:- বাংলার ভোটাধিকার রক্ষা ও বাংলা-বিরোধী কেন্দ্রের এস.আই.আর (SIR) নীতির তীব্র প্রতিবাদে অল ইন্ডিয়া উদ্ভাস্তু উন্নয়ন সমিতির উদ্যোগে আজ উত্তর কলকাতার খাস এলাকায় এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পাশাপাশি এই সভা শুরু হয় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিটের নীরবতা পালনের মধ্য দিয়ে।

এস.আই.আর. এর আতঙ্কে প্রাণ হারানো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সমবেত সকলেই মোমবাতি প্রজ্বালন করেন। এরপর একে একে বক্তারা বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করে বাংলার মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানান। এছাড়াও এই সভায় সভাপতিত্ব করেন অসিত বরন সরকার, অল ইন্ডিয়া উদ্ভাস্তু উন্নয়ন সমিতির সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বান্তি পাল, সাধন বোস, এবং বিশিষ্ট সমাজকর্মী সুজয় দাস, অপর্না চট্টোপাধ্যায়, অভিষেক গুপ্তা ও শম্পা বিশ্বাস প্রমুখ। বক্তারা একবাক্যে দাবি করেন, “বাংলার বিরুদ্ধে কেন্দ্রের যে বিভাজনমূলক নীতি চালু হয়েছে, তা গণতন্ত্রের পরিপন্থী এবং সাধারণ মানুষের অধিকার হরণের সামিল।”


সভায় উপস্থিত বক্তারা সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে এস.আই.আর. নীতির প্রয়োগ বন্ধ করে বাংলার স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। বক্তৃতার ফাঁকে ফাঁকে বিভিন্ন স্লোগান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সভাস্থল মুখরিত হয়ে ওঠে। এই সভা শেষে এক যৌথ প্রস্তাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলার গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *