নাজিরহাটে নছিমিয়া হাই মাদ্রাসা পরিচালন সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সমর্থিত ৬ প্রার্থী
আপডেট প্রতিদিন ওয়েবডেস্ক, ০৪ নভেম্বর ২০২৫:
দিনহাটা দুই নম্বর ব্লকের নাজিরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নছিমিয়া হাই মাদ্রাসা পরিচালন সমিতির আসন্ন নির্বাচনে সোমবার ছিল স্ক্রুটনির শেষ দিন এবং আজ মঙ্গলবার প্রত্যাহারের করার শেষ দিন। আর এতেই দেখা যায় বিরোধী দলের কোনো প্রার্থী নেই। তাই তৃণমূল সমর্থিত ৬ প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।
আজ দুপুর ২ টার দিকে সকল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। এদিন তৃণমূলের নাজিরহাট এক নম্বর অঞ্চলের সভাপতি ধনঞ্জয় রায়ের উপস্থিতিতে জয়ী প্রার্থীদের বরণ করে নিয়ে মিছিল করা হয় । এ প্রসঙ্গে ধনঞ্জয় রায় বলেন – “আজ আমাদের দলের সমর্থিত ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তাই আমরা তাদের বরন করে আনন্দ উল্লাসে মেতে ঊঠেছি।

