আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করলেন ভাঙড়ের চন্দনেশ্বরের ভুমিপুত্র আসিফ ইকবাল। দক্ষিণ ২৪ পরগনা জেলার চাষযোগ্য উর্বর পরিবেশের জায়গা ভাঙ্গর এই ভাঙ্গন নিয়ে গোটা রাজ্যের মানুষ চিন্তিত যেখানে সর্বসময় লেগে আছে রাজনৈতিক হানাহানি।সেই হানাহানিকে পিছনে ফেলে মানুষের প্রাণ বাঁচাতে ডিপার্টমেন্ট অফ জেনেটিক্সে ক্যান্সার নিয়ে গবেষণা করছেন আসিফ। এ ব্যাপারে জানতে চাওয়া হলে আসি বলেন আমার দু দুটি মামা ক্যান্সার রোগে আক্রান্ত মৃত্যু হয় তাই এই দুরারোগ্য রোগ থেকে কিভাবে মানুষকে বাঁচানো যায় সেই স্বপ্নচখে আসিফ এখন ক্যান্সার নিয়ে গবেষণায় মত্ত।

আসিফ ইকবাল

দক্ষিণ ২৪ পরগনা জেলার চন্দনেশ্বর গ্রাম। কলকাতা শহর থেকে অনেকটাই দূরে প্রত্যন্ত একটি এলাকা।আহ্সানউল্লাহ মোল্যা ও ফতেমা বেগম এর তিন সন্তানের সবচেয়ে ছোট আসিফ ইকবাল। বাবা পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক। চন্দনেশ্বর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েন চন্দনেশ্বর হাইস্কুলে। এরপর শিশু বিকাশ একাডেমী থেকে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বঙ্গবাসী সান্ধ্য কলেজ থেকে ফিজিওলজি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স থেকে জেনেটিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে স্থান অধিকার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্বর্ণ পদক লাভ করে সকলকে চমকে দেন