আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্তী:- চলতি বছরে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি বড় ধাক্কা খেয়েছে। উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে বিজেপি মাত্র ৩৩টা আসন দখল করতে পেরেছে। রবিবার এই বিষয় লখনৌতে রাজ্য বিজেপির ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা করা হয়।উক্ত আলোচনা সভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের প্রশংসা করে বিজেপি কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি বিরোধীদের আক্রমণ করে রাজ্যে সুশাসনের দাবি করেন। তিনি বলেন আগে মহরমের তাজিয়া যখন বের হতো তখন খুঁটি উপড়ে গাছ কাটা হতো কিন্তু এখন রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ায় আর যেসব হয় না। বিজেপির ওয়ার্কিং কমিটির এই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনে বিজেপির ফলাফল উল্লেখ করে বলেন “প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৪, ২০১৭, ২০১৯ এবং ২০২২ এর ভোটে বিরোধীদের পরাজিত করেছে।

তিনি নির্বাচনের ফল উল্লেখ করে বলেন, ২০১৪, ২০১৭, ২০২২ এ যে শতাংশ ভোট পেয়েছিল ২০২৪ এও একই ভোট পেয়েছে”। অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো আঘাতের দিকে নিয়ে যায় বলে মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন দল জিতে যাবে এই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেই বিরোধীরা ঝাঁপিয়ে পড়েছে। এই জন্যই দলকে আঘাত পেতে হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন ৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিজেপি অযোধ্যায় রামমন্দির তৈরি করেছে। তাতে অনেকটাই স্বপ্ন পূরণ হয়েছে। রাজ্যে হতে যাওয়া দশটা আসনের উপনির্বাচনে বিজেপি জয় পাবে তার জন্য কর্মীদের সঙ্ঘবদ্ধভাবে প্রচার চালাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন ২০২৭ এ জয়ের ধারা অব্যাহত রাখতে সমস্ত কর্মীকে সমন্বয়ের সঙ্গে কাজ করার সংকল্প নিতে হবে।