আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:-বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অর্থাৎ বিসিসিআই এখন ব্যস্ত ভারতীয় পুরুষ সিনিয়র ক্রিকেট দলের জন্য সাপোর্ট স্টাফ নির্বাচনে। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ নিযুক্ত হবার পর নিজের পছন্দসই সাপোর্ট স্টাফ বেছে নিয়ে বোর্ডকে জানিয়েছিলেন। গম্ভীরের পছন্দের তালিকায় ছিলেন আর বিনয় কুমার, মর্নি মরকেল, অভিষেক নায়ার, রিয়ান টেন দোয়েসছাতে, জন্টি রোডস এবং লক্ষ্মীপতি বালাজি। সুত্র থেকে জানা যাচ্ছে বিসিসিআই একজন বাদে বাকি সবার নাম প্রত্যাখ্যান করেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, একমাত্র অভিষেক নায়ারকে গম্ভীরের তালিকা থেকে বিসিসিআই পছন্দ করেছে। অভিষেক নায়ের কেকেআর দলের সহকারী কোচ হিসাবে গম্ভীরের সাথে কাজ করেছেন। তবে কোনো তরফ থেকে কোনো সরকারি ঘোষণা এখনো করা হয়নি। বোলিং এবং ফিল্ডিং কোচের জায়গাতে এখনো কেউ নির্বাচিত হননি। রবি শাস্ত্রী অথবা রাহুল দ্রাবিড়ের সময়, সাপোর্ট স্টাফ বাছার ক্ষেত্রে, যেমন ওনাদের স্বাধীনতা দেওয়া হয়েছিল গম্ভীরের ক্ষেত্রে বোর্ড ততটা স্বাধীনতা দিচ্ছেনা।সূত্র থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, বিসিসিআইয়ের পছন্দের তালিকায় বোলিং কোচ হিসাবে আছেন জাহির খানের নাম। জাহির ভারতের হয়ে খেলা অন্যতম সেরা ফাস্ট বোলার যিনি ৯২ টি ম্যাচে ৩১১ টি টেস্ট উইকেট নিয়েছেন এবং ৩০৯ টি আন্তর্জাতিক ম্যাচে ৬১০ টি উইকেট নিয়েছেন। জানা গেছে, বালাজির নাম নিয়েও আলোচনা হয়েছিল। বালাজি ভারতের হয়ে আটটি টেস্ট খেলেছেন। আরও জানা গেছে, দ্রাবিড় জামানার ফিল্ডিং কোচ দিলিপের চুক্তি আরও বাড়ানো হতে পারে।