আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- ঘূর্ণিঝড় দানার বিপদ এড়াতে পূর্ব রেলের শিয়ালদাহ স্টেশন থেকে বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত আর কোন লোকাল ট্রেন ছাড়বে না। একইভাবে নামখানা, হাসনাবাদ থেকেও কোন ট্রেন রওনা দেবে না।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ” ঝড়ের দাপট চলাকালীন ট্র্যাকে যাতে কোন ট্রেন না থাকে তার জন্য এই ব্যবস্থা। সাধারণ মানুষের সুরক্ষাই প্রধান লক্ষ্য”।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকালে দানা পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। এই আশঙ্কায় পুরীগামী সব ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ ভারতে যাতায়াতকারী প্রায় সব ট্রেনেই এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে জানা গেছে পুরীগামী বন্দে ভারত সহ হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি থেকে ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি ডাউনে যে ট্রেনগুলি আসবে তার মধ্যেও ৯৩ টি ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে একাধিক সুপারফাস্ট ট্রেন রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড় দানা। যার দাপটে তছনছের আশঙ্কা রয়েছে বাংলা এবং উড়িষ্যায়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে সাগরদ্বীপ ও পুরীর মধ্যে আছড়ে পড়বে দানা। ইতিমধ্যেই কলকাতা সহ একাধিক এলাকায় শুরু হয়ে গেছে দুর্যোগ। আশঙ্কায় ইতিমধ্যেই প্রশাসন ও কোমর বেঁধেছে। দুই রাজ্যেই দুই শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রেলর তরফ থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, লক্ষীকান্তপুর – নামখানা, শিয়ালদা – লক্ষীকান্তপুর, শিয়ালদা – ডায়মন্ড হারবার, শিয়ালদা – বারুইপুর, শিয়ালদা -সোনারপুর, শিয়ালদা – বারাসাত হাসনাবাদ লোকাল, শিয়ালদা – ক্যানিং, শিয়ালদহ – বজবজ, হাওড়া – ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল – হাওড়া লোকালের মত একাধিক হাওড়া ও শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সূত্রের খবর শুক্রবার পরিস্থিতি দেখে একাধিক ট্রেন বাতিল হতে পারে। তবে প্রেম বাতিলের খবর স্টেশনেই জানিয়ে দেওয়া হবে। এমনকি সময় বদল হলে এটিও স্টেশনে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিয়ালদা ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, দানার প্রভাব পড়তে পারে এই আশঙ্কায় ১৬০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয় বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যে থেকে কয়েকটি শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। হাওড়া খড়গপুর ডিভিশনও একই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে।

ঘূর্ণিঝড় দানা


লোকাল ট্রেনের পাশাপাশি একাধ দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। পূর্ব রেল জানিয়েছে ইস্ট কোস্ট রেল (পূর্ব উপকূলীয় রেল) এর অনুরোধে, পূর্ব রেলের আওতায় থাকা বেশ কিছু ট্রেন বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে বুধবার শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনামা এক্সপ্রেস, পুরী জয়নগর এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। বৃহস্পতিবার বাতিল করা হয়েছে কলকাতা পুরী স্পেশাল এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শুক্রবার বাতিল করা হয়েছে দীঘা বিশাখাপত্তনাম এক্সপ্রেস।
পশ্চিমবঙ্গের পাশাপাশি একই ছবি দেখতে পাওয়া গেছে উড়িষ্যাতেও। সেখানেও করা সতর্কতা জারি করা হয়েছে। পুরীতে হাই এলার্ট জারি করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল কলেজ। বুধবার বিকেল পাঁচটায় তীরবর্তী সমস্ত হোটেল, লজ খালি করার নির্দেশ দিয়েছে উড়িষ্যা প্রশাসন। একাধিক ট্রেন বাতিল হওয়ায় পর্যটকদের বাড়ি ফিরতে অসুবিধা হচ্ছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় দানার জেরে কঠিন পরিস্থিতিতে পড়েছেন পর্যটকরা।