আপডেট প্রতিদিন, ওড়িশা, বেবি চক্রবর্ত্তীঃ- ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার খোলার প্রস্তুতি চলছে। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি মন্দিরের কোষাগার খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। ১৪ জুলাই প্রায় চার দশক পর খুলবে রত্নভান্ডারের দরজা। এর দরজা শেষবার ১৯৮৫ সালে খোলা হয়েছিল কিন্তু তখন শুধুমাত্র মেরামত করা হয়েছিল। রত্ন ভান্ডারে গুপ্তধনের হিসাব শেষবার নেওয়া হয়েছিল ১৯৭৮ সালে।
পাশাপাশি ২০১৮ সালের এপ্রিল মাসে, যখন মন্দির প্রশাসন রত্ন ভান্ডারের ভিতরের কক্ষটি খোলার চেষ্টা করেছিল, তারা চাবিটি খুঁজে পায়নি। হারিয়ে যাওয়া চাবি নিয়ে বিতর্কের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ওড়িশার রাজনীতি। এ বছর অনুষ্ঠিত ওড়িশা বিধানসভা নির্বাচনেও এই বিষয়টি একটি ইস্যু হয়ে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তৎকালীন নবীন পট্টনায়েক সরকারের বিরুদ্ধে ‘তামিলনাড়ুতে চাবি পাঠানোর’ অভিযোগ তুলেছিল সূত্রের খবর। এবার দেখার বিষয় হল যে এই বিষয়টি এখন কতটা বাস্তবায়িত হয়! সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।