আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:-রবিবার সকালে দিল্লির রোহিনীর প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলের বাইরে হঠাৎ বিস্ফোরণ হয়। রবিবার ছুটির দিনে সকাল ৭ টা ৫০ মিনিট নাগাদ স্কুলের বাইরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়েছে যদিও বড় কোন ক্ষতির খবর পাওয়া যায়নি, হতাহতেরও কোন খবর নেই। বিস্ফোরণ হবার সঙ্গে সঙ্গে দমকল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করার চেষ্টা করছে পুলিশ। সাধারণত সিআরপিএফ স্কুল হাই সিকিউরিটি জনের মধ্যে পড়ায় পুলিশ প্রশাসন সেখানে বেশি তৎপর।
উৎসবের মরশুমে কয়েকদিন পর দীপাবলি উৎসবে মাতবে সর্বত্র। বাজার দোকানে তাই ভিড় অত্যন্ত বেশি। আশঙ্কা করা হচ্ছে এই সুযোগে জঙ্গিরা নাশকতা ছড়াতে পারে। সেই কারণে সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণকে হালকাভাবে নিতে চাইছে না পুলিশ প্রশাসন।

দীপাবলি উৎসবের আগে নাশকতার পরিস্থিতি যাতে তৈরি না হয় নজর রেখেছে পুলিশ। কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও কোন যান্ত্রিক সমস্যার কারণে বিস্ফোরণ হয়েছে কিনা এটাও খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের পেছনের দেওয়ালের দিকে বিস্ফোরণ ঘটেছে। এলাকায় পোড়া গন্ধ ছড়িয়ে পরেছে। তবে বিস্ফোরণের তীব্রতা থাকায় স্কুলের পাশের দোকান এবং দাঁড়িয়ে থাকা গাড়ির কাঁচ ভেঙে গেছে বলে জানা গেছে। দিল্লী পুলিশের এক কর্তা জানান ” খবর পাওয়া মাত্রই আমাদের দল ঘটনা স্থলে পৌঁছায়। বিস্ফোরণে স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলের পাশের দোকান ও দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর কাঁচ ভেঙেছে। কেউ জখম হয়নি। বোম স্কোয়াডকে ডাকা হয়েছে। দমকলের দল রয়েছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে”।