আপডেট প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ সিকিমে টানা গত তিন-চারদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় ইতিমধ্যেই সিকিমের বহু জায়গায় ধস নেমেছে। প্রাণ হারিয়েছেন ৪ জন। বন্ধ হয়ে গিয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের একাধিক রাস্তা। ঘুর পথে পাহাড়ে আটকে থাকা পর্যটকদের কোনওরকমে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছতে সাহায্য করছে পুলিশ প্রশাসন।
মূলত লাভা ও গরুবাথান হয়ে বড় ও ছোট গাড়িতে পর্যটকদের শিলিগুড়ি পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। ১০ নম্বর জাতীয় সড়ক ভারী বৃষ্টির কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। প্রশাসনের তরফে বারংবার সচেতন করা হচ্ছে এই পরিস্থিতিতে যাতে কোনও পর্যটক পাহাড়ের উদ্দ্যেশ্যে না আসেন। আর এতেই মাথায় হাত পড়েছে ছোট ছোট পর্যটন ব্যবসায়ীদের।
বৃষ্টির জেরে সিকিমের একাধিক এলাকায় পাহাড় থেকে ধস নেমেছে। উত্তর সিকিমের পর্যটন কেন্দ্র মঙ্গনের রাস্তা ধসে গিয়েছে। ছাঙ্গু এলাকায় যাওয়ার রাস্তা কার্যত নেই বললেই চলে। জনপ্রিয় ভিউ পয়েন্টগুলি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংকলাং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তর সিকিমে মোবাইল পরিষেবা পাচ্ছে না আটকে থাকা পর্যটক-সহ সাধারণ মানুষজন। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পাহাড়। ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য মংশিলা ডিগ্রি কলেজের কাছে জাতীয় সড়কে একটি সিবি মেশিন ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে দুর্যোগ এখনও অব্যাহত। বৃষ্টি বন্ধ না হলে দুর্যোগ আরও বেশ কয়েকদিন চলবে বলেই মনে করা হচ্ছে।