হেনস্থার শিকার মহিলা চিকিৎসক

আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। এরই মধ্যে আবার কর্ম ক্ষেত্রে মহিলা চিকিৎসকের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। এবার মুম্বাইতে মদ্যপ রোগী ও তার সাঙ্গপাঙ্গোদের হাতে নাইট ডিউটিতে হেনস্থা শিকার হতে হলো কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে। রবিবার ভোরে মুম্বাইয়ের সিওন হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে মারধোর এবং হেনস্থা করে একদল যুবক। এদের মধ্যে একজন ওই হাসপাতালে রোগী হিসাবে ভর্তি ছিলেন। আর বাকিরা তার সঙ্গে ছিল।
ভোর সাড়ে তিনটে নাগাদ চার -পাঁচজন সঙ্গী নিয়ে ওই রোগী জখম অবস্থায় হাসপাতালে আসে। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। রাতে কর্মরত মহিলা চিকিৎসক ওই রোগীর প্রাথমিক চিকিৎসা করতে গেলে তাঁর ওপর চড়াও হয় মদ্যপ রোগী এবং তার সাঙ্গোপাঙ্গরা। ওই মহিলা চিকিৎসকের পোশাক ধরে টানাটানি করার পাশাপাশি গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এর ফলে জখম হন ওই মহিলা চিকিৎসক। অভিযুক্ত রোগী এবং তার সঙ্গীদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে।


এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে মুম্বাইয়ের রেসিডেন্স চিকিৎসক সংগঠন। চিকিৎসক সংগঠন দাবি করেছে “কর্মক্ষেত্রে মহিলা চিকিৎসকরা কতটা অসুরক্ষিত রয়েছেন। এভাবে চিকিৎসকদের নিরাপত্তা কোনভাবেই আপস করা যাবে না। দেশ জুড়ে আরজি করের প্রতিবাদে চিকিৎসকরা এমনিই রাস্তায় নেমেছেন তার ওপর এই ঘটনা তাদের ক্ষোভ আরো বাড়বে “।