আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- প্রবল বর্ষণে বিপর্যস্ত মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের সাগর জেলায় প্রবল বৃষ্টিতে মন্দিরের দেওয়াল চাপা পড়ে ৯ জন শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। দেওয়ালের নিচে এখনো অনেকে চাপা পড়ে রয়েছেন। আহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে। রবিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো মধ্য প্রদেশের সাগর জেলার শাহপুরের হরদৌল বাবার মন্দির। এখানে এক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে প্রচুর জনসমাগম হয়েছিল।পুলিশ সূত্রে জানা গেছে মন্দিরের এক কোনায় বসে শিশুরা মাটির শিবলিঙ্গ বানাচ্ছিল। তখন আচমকাই মন্দিরের একাংশের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।সেখানেই চাপা পড়ে একাধিক শিশু। সূত্রের খবর, প্রায় ৫০ বছরের পুরনো দেওয়াল দীর্ঘদিন মেরামত না হওয়ায় বৃষ্টির ফলে দেওয়াল ধসে পরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার কবলে পড়া শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। ইতিমধ্যেই সেখানে প্রশাসনের তরফ থেকে চলছে উদ্ধার কাজ। ধ্বংসাবশেষ সরিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় বিধায়ক গোপাল ভার্গব ঘটনাস্থলে পৌঁছেছেন।রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই দুর্ঘটনায় প্রকাশ করে জানিয়েছেন ” আশাকরি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। যে পরিবারগুলি তাদের সন্তান হারিয়েছে সকলের জন্য আমার সমবেদনা। সরকার প্রত্যেক পরিবারকে চার লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে”।