আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- রাজস্থানের ঢোলপুর জেলার সুনিপুরের কাছে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাস ও টেম্পোর সংঘর্ষে ৮ জন শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে। বারি থানার পুলিশ আধিকারিক শিবলহরি মিনা এই খবর জানিয়েছেন। মৃতরা হলেন বছর ৩৮ এর ইরফান ওরফে বান্টি, তাঁর স্ত্রী বছর ৩৪ এর জুলি, কন্যা বছর ১৪ আসমা এবং ৮ বছরের ছেলে সালমান। এছাড়াও তাঁদেরই পরিবারের পারভিন (৩২), জারিনা (৩৫), শাকির (৬), শানিফ (৯), আজান (৫), আশিয়ানা (১০), সুফি (৭) এবং বছর দশেকের দানিশ।
জানা গেছে শনিবার রাতে টেম্পোতে করে সারমাথুরা থানার বারাউলি গ্রামে এক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন বারি শহরের বাসিন্দা গফুর খান। জাতীয় সড়কে দ্রুত বেগে এসে স্লিপার কোচের বাসটি তাদের টেম্পোতে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
এই ঘটনার পর বারি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টেম্পো থেকে মৃতদেহ উদ্ধারে কাজ শুরু করেন। গাড়ির কাঁচ ভেঙে রক্তাক্ত মৃতদেহ ঝুলতে দেখা যায়। দেহ গুলি উদ্ধার করে বারি সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাঁশের চালক ও খালাসিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।