আপডেট প্রতিদিন, মেদিনীপুর, বেবি চক্রবর্ত্তীঃ- মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে ডুকিতে গড়ে উঠতে চলেছে সৌরভ গাঙ্গুলীর ইস্পাত কারখানা। সূত্রের খবর গড়বেতার চন্দ্রকোনা রোডে ফিল্ম সিটি তৈরির জন্য বরাদ্দ প্রায় ৩০০ একর জমি রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর হস্তান্তর করছে। এই জমিতে গড়ে ওঠার কথা ছিল ফিল্ম সিটি যা উদ্বোধন করে গেছিলেন শাহরুখ খান। এই জমির ব্যাপারে শিলমোহর দিতে আজ বৈঠকে বসতে চলেছে রাজ্য শিল্প উন্নয়ন নিগম।

গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে সৌরভ গাঙ্গুলী বাংলায় ইস্পাত কারখানা গড়ে তোলার ঘোষণা করেছিলেন। সেই কারখানার শালবনীতে হবে বলে জানা গিয়েছিল। জমি সংক্রান্ত ব্যাপারে কিছু জটিলতা দেখা দেওয়ায় সৌরভ গাঙ্গুলী মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কারখানার জন্য স্থান পরিবর্তন করেন জুন মাসে এবং তারপরেই ঘোষণা করেন শালবনির জায়গায় কারখানা তৈরি হবে গড়বেতায়।