আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- রাশিয়ার(Russia) সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থামাতে ভারত উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের পরেই ইউক্রেন গিয়েছিলেন। দুই দেশের শান্তি ফেরানোর কথা প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। তারপরেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল(Ajit Doval) রাশিয়া সফরে যাচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাশিয়া সপরের মাঝেই BRICS-NSA-র বৈঠকেও যোগ দেবেন। তবে এবারে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের অজিত ডোভালের উপস্থিতির পেছনে অন্য পরিকল্পনা রয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Ajit Doval


যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম সফর ছিল। সেই সফরে গিয়েই তিনি শান্তি স্থাপনের বার্তা দিয়েছিলেন। তারপর থেকেই একাধিকবার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের শান্তি ফেরানোর কথা ভারত একাধিকবার বলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যুদ্ধ কোন সমস্যার সমাধান নয়।। তারপর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে ভারতের নাম একাধিকবার উঠে এসেছে। তার মাঝেই অজিত ডোভালের রাশিয়া শহর জল্পনা বাড়িয়ে তুলেছে। উল্লেখ্য গতমাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *