আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার নিয়োগে দুর্নীতির অভিযোগে অসম পাবলিক সার্ভিস কমিশনের(APSC) প্রাক্তন চেয়ারম্যান রাকেশ কুমার পালকে দুই লক্ষ টাকার জরিমানা এবং ১৪ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও অসম পাবলিক সার্ভিস কমিশনের অন্য দুই সদস্য বসন্তকুমার ডলি এবং সামেদুর রহমানকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা দশ বছর কারাদন্ড দেওয়া হয়েছে। তা ছাড়াও আরো ২৯ জনকে দশ হাজার টাকা করে জরিমানা এবং চার বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আসম পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রাকেশ কুমার সহ ৪৩ জনের বিরুদ্ধে ২০১৭ সালে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার চাকরির আবেদনকারীর অভিযোগের পরে মামলা দায়ের করা হয়। আবেদনকারী বলেন রাকেশ কুমার পাল এবং অন্যান্যরা চাকরির জন্য ১৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন।

রাকেশ কুমার পাল বর্তমানে জামিনে রয়েছেন। অন্য ৬৬ জন ২০১৩ সালে সিভিল সার্ভিস পরীক্ষার সময় নিয়োগ সংক্রান্ত অপর একটি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে মামলার রায় ঘোষণা করা হয়েছে তার পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। ২০১৬ সালে এগ্রিকালচার ডেভলপমেন্ট অফিসার পদের জন্য ফল ঘোষণা করা হয়। এবং ২০১৭ তে এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর পরীক্ষায় অংশ নেওয়া ১০৭৫ জন পরীক্ষার্থীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেন। তাতে দেখা যায় অন্তত ২৭ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন করা হয়েছে। এই মামলায় অন্য ১১ জনকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। এবং একজন অভিযুক্ত রাজ সাক্ষী হয়েছেন।