আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- প্যারিস অলিম্পিক্সে(Paris Olimpic) ভারতকে রুপোর পদকের আশা জাগিয়েও খালি হাতে ফিরতে হলো অর্জুন বাবুতারকে(Arjun Babuta)। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে তিনি অনেকক্ষণ দ্বিতীয় স্থানকে ধরে রেখেছিলেন। প্রথমে তিনি তৃতীয় স্থানে থাকার পরেও দ্বিতীয়তে উঠে এসেছিলেন। কিন্তু শেষের দিকে একেবারে পিছিয়ে পড়ে চতুর্থ স্থানে গিয়ে শেষ করলেন। এদিন তৃতীয় ভারতীয় হিসাবে ১০ মিটার এয়ার রাইফেলে পদক জেতার হাতছানি ছিল অর্জুনের সামনে। প্রথম সিরিজের শেষে তিনি তৃতীয় স্থানে ছিলেন। তার প্রথম দশটি শট ছিল ১০.৭, ১০.২, ১০.৫, ১০.৪, ১০.৬, ১০.৭, ১০.৫, ১০.৪, ১০.৬, এবং ১০.৪। কিন্তু দ্বিতীয় সিরিজের শুরুর পর তৃতীয় শটটাই অর্জুনের পদক জয় এর পথে বাধা হয়ে দাঁড়ায়।

Arjun Babuta

দ্বিতীয় সিরিজে সোনা জয়ী চীনের লিহাও শেংয়ের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান ছিল মাত্র ০.১। এই সিরিজের প্রথম দুটি শট ছিল ১০.৬ এবং ১০.৮। কিন্তু ১৩ নম্বর শটটাই ছিল ৯.৯ এর। এরপর তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ১০.৬ মেরে। ১৬ নম্বর শটে ব্রোঞ্জজয়ী ক্রোয়েশিয়ার মিরান মারিসিচের শট ছিল ১০.৯-এর। বাবুতা মারেন ১০.৭। ফলে তাঁদের স্কোর ছিল সমান-সমান (১৬৭.৮)। এরপর ক্রমেই পিছিয়ে পড়েন বাবুতা। তাঁর শেষ চারটি শট ছিল ১০.৫, ১০.১, ১০.৫ ও ৯.৫-এর। যার ফলে বাবুতার মোট স্কোর দাঁড়ায় ২০৮.৪। অলিম্পিক রেকর্ড গড়ে এই ইভেন্টে সোনা জিতলেন লিহাও। তার মোট স্কোর ২৫২.২। সুইডেনের ভিক্টর লিন্ডগ্রেন ২৫১.৪ স্কোর করে রুপো জিতলেন।