আপডেট প্রতিদিন ওয়েব ডেস্কঃ শিলিগুড়ির রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।ঘটনাস্থলে এলেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Baishnab)। সোমবার প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নামেন রেলমন্ত্রী এবং পরে সেখান থেকে বেরিয়ে বিকেল ৪টে নাগাদ সোজা দুর্ঘটনাস্থলে এসে পৌঁছান তিনি।
রেলমন্ত্রী জানান, কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।দুর্ঘটনার কারণ জেনে যাতে আগামীতে এই ধরণের দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি দেখা হবে।ইতিমধ্যেই যাত্রীদের উদ্ধারকার্য শেষ হয়েছে।পাশাপাশি রেললাইন থেকে দুর্ঘটনাগ্রস্ত কোচগুলিকে সরানোর কাজ চলছে।খুব শীঘ্রই যাতে রেল পরিষেবা স্বাভাবিক করা যায় সেই বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।