আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন রাজ্যে যত বাসিন্দা রয়েছেন তার থেকে বেশি আধার কার্ডের আবেদনপত্র জমা পড়েছে। তাই এই বেআইনি অনুপ্রবেশের রাস টানার জন্য তিনি নতুন নির্দেশিকা জারি করেছেন।
এই নির্দেশিকায় অসমের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এন আর সি আবেদনের রিসিপ্ট থাকলেই আধার কার্ডের আবেদন গ্রহণ করা হবে। বেআইনি অনুপ্রবেশের নিয়ন্ত্রণ আনতে গেলে এই নির্দেশিকাই ফলো করতে হবে।

অসমের চার জেলায় আধার কার্ডের যে আবেদন পত্র গ্রহণ করা হয়েছে তা সেখানকার জনসংখ্যার থেকে বেশি। এই ঘটনায় প্রমাণ করে রাজ্যে বেআইনি অনুপ্রবেশ ঘটেছে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেছেন মোট জনসংখ্যার মাত্র কয়েকজন আধারের আবেদনের সাথে এনআরসির আবেদনপত্রের রশিদ দেখাতে পেরেছেন। তাঁর অভিযোগ বেআইনিভাবে আধার কার্ডের আবেদন করে নিজেদের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করা হচ্ছে।অসমের শিলচর এবং মেঘালয়ের একেবারে গা ঘেঁসে রয়েছে বাংলাদেশ। তাই সেখানে বেআইনি অনুপ্রবেশ ভীষণ সহজ হয়ে দাঁড়িয়েছে। সেই অনুপ্রবেশ রুখতেই নাগরিকত্ব আইন বা এনআরসি লাগু করেছে অসম সরকার। আসামের ধুবড়ি জেলায়ও আধার কার্ড তৈরি সময় বেশ কিছু অসংগতি ধরা পড়েছে। কিছু অনুপ্রবেশকারী এখানে এসে আধার কার্ড তৈরি করে ফেলেছেন। তাই অসমের মুখ্যমন্ত্রীর ঘোষণা যে কেউ এসে আধার কার্ড তৈরি করে নিয়ে যেতে পারবে না। এর জন্যই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসম সরকারের তরফে এই নির্দেশিকা এই নির্দেশিকা আগামী ১অক্টোবর ২০২৪ থেকে কার্যকর করা হবে।

হেমন্ত বিশ্বশর্মা

By ADMIN