আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- খুব শীঘ্রই চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার(Bande Bharat Sleeper) ট্রেন। মধ্য রেলওয়ের নাগপুর ডিভিশনে যাত্রী সংখ্যা অত্যধিক হবার জন্য নাগপুর এবং পুনের মধ্যে এই ট্রেন ছুটতে পারে।
এই রুটে যাত্রীসংখ্যা অধিক হবার জন্যই দেশে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। প্রকাশিত এক খবরে রেলের তরফ থেকে দাবি করা হয়েছে আরো কয়েকটি রুটেও এই ট্রেন চালানো হবে। তাছাড়া সিকেন্দ্রাবাদ লাইনের জন্য একটি নন স্লিপার বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তাব রাখা হয়েছে। তবে আগামী ১৫ ই আগস্ট এই বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হতে পারে বলে গুঞ্জন শোনা গেছে। পাশাপাশি নাগপুর এবং পুনের রুটের মধ্যে যাত্রী সংখ্যা যে হারে বাড়ছে সেই ভিড় সামাল দেওয়ার জন্য হিমশিম খেতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে।
এই রুটে বেশিরভাগ সময় দেখা যায় লম্বা ওয়েটিং লিস্ট। তাই অধিকাংশ যাত্রীকেই টিকিট না পেয়ে সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় আবার বেশি ভাড়া দিয়ে যাত্রীদের বাসে যাতায়াত করতে হয়। নাগপুর পুনে এক্সপ্রেস, গরিব রথ, অজনি পুনে সুপারফাস্ট এক্সপ্রেসের মত কিছু ট্রেন এই রুটে চললেও বেশিরভাগ ট্রেনই চেয়ার কার। এইজন্য ভারতীয় রেল যে কয়টি রুটে সুপার ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে এই রুট হল অন্যতম।
আগামী ২৩ শে জুলাই সংসদে পেশ হতে চলেছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। সেই অধিবেশনেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন এই সেমি বুলেট ট্রেনের বিষয় ঘোষণা করতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আর কোন কোন রুটে এই বিশেষ ট্রেন চলবে বাজেট অধিবেশনে তাও ঘোষণা হতে পারে। শোনা যাচ্ছে হাওড়া দিল্লী রুটেও এই নয়া বন্দে ভারত স্লিপার ট্রেন চলতে পারে।