আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে বাংলাদেশের(Bangladesh) বিভিন্ন ছাত্র সংগঠন। আন্দোলন অগ্নিগর্ভ হয়ে উঠলে গত কয়েকদিনে একশোরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর জের ধরে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভারতের পড়ুয়া ছাত্ররা দেশে ফিরতে শুরু করেছেন। গত রবিবার দু’শোরও বেশি পড়ুয়া ভারতে ফিরেছেন। এই ভয়াবহ পরিস্থিতি থেকে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মালিগ্রামের দুই মেডিক্যাল পড়ুয়া সৈরিশ পন্ডিত ও দেবজিৎ মাইতিও নিজেদের গ্রামে ফিরেছেন। তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে শিহরিত গ্রামবাসী।
এছাড়াও সৈরিশ ও দেবজিৎ বলেন, “বাংলাদেশে একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গুলি-বোমার শব্দে কান পাতা দায়। রীতিমতো প্রাণ হাতে করে ফিরতে হয়েছে দেশে।” পাশাপাশি তাদের অভিভাবকরা বলেন, “ছেলেদের এমন অবস্থায় দেখে আমরা মুহূর্তের জন্যও চোখ বন্ধ করতে পারিনি। তাদের ফিরে আসার পর থেকেই আমাদের আতঙ্ক কমেছে।” যদিও বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, তবুও পিংলার মালিগ্রামের হবু ডাক্তারের মনে এখনও সেই ভয়ঙ্কর দিনগুলোর স্মৃতি টাটকা।