আপডেট প্রতিদিন, শিলিগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- বাংলাদেশের পরিস্থিতির জেরে সীমান্তে(Bangladesh Border) বাড়ানো হয়েছে নিরাপত্তা।কড়া নিরাপত্তায় ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে যাতায়াত করছেন দুই দেশের নাগরিকরা।মঙ্গলবার সকালে একটা অন্য রূপ দেখা গেল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তে। প্রতিদিন ওই সীমান্তে যেভাবে দুপার বাংলার মধ্যে সাধারণ মানুষ থেকে পন্য সামগ্রীর ট্রাকের যাতায়াত লেগে থাকতো, এদিন তা ছিল অনেকটাই ফিঁকে। সীমান্তে এখন একটা থমথমে পরিবেশ। বন্ধ বেশিরভাগ দোকানপাট। তবে আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন অনেকে। ওপারের পরিস্থিতিটা যে কী ঠিক তা না জেনে আতঙ্ক মাথায় নিয়েই তারা এদিন রওনা দেন তারা।