আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্তী:- আগামী ২৩ শে জুলাই থেকে শুরু হবে তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট(Budget) অধিবেশন। সংসদে এই বাজেট অধিবেশনে ছটি বিল পেশ হতে চলেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি লোকসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে না পারার জন্য সরকারকে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হয়েছিল। সেই জন্য ওই বাজেট অধিবেশনে তেমন বড় কিছু ঘোষণা করতে পারা যায়নি বলেই সূত্রের খবর। চলতি লোকসভা নির্বাচনে শরিকদের সমর্থন নিয়ে সরকার গড়তে হয়েছে বিজেপিকে। আবার তৃতীয়বারের জন্য সরকার গঠন করায় এই বেশ খানিকটা প্রত্যাশাও রয়েছে। সেই জন্য বিজেপি সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এই বাজেট অধিবেশনের উপর গোটা দেশের নজর রয়েছে। ফিন্যান্স বিল ছাড়া আরো পাঁচটি বিল এবারের বাজেট অধিবেশনে পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
যেসব বিল পেশ হতে চলেছে সেগুলি হল দ্যা বয়লার্স বিল, ভারতীয় বায়ুযান বিধায়ক বিল, বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল, দ্যা কফি (উন্নয়ন এবং মানোন্নয়ন) বিল এবং রাবার (উন্নয়ন এবং মানোন্নয়ন) বিল। এই সমস্ত বিল পেশ হলেও নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনে ফিন্যান্স বিলের দিকেই নজর থাকবে সমগ্র ভারতবাসীর। জানা গেছে বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে কিভাবে আরো দক্ষতার সাথে কাজ করা যায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিলে। এখন গোটা দেশে ভারতীয় আইন সংহিতা কার্যকর হয়েছে তাতে স্বাধীনতা পরবর্তী আইন বদলে নতুন আইন কার্যকর করা হবে বয়লার্স বিলে। ইতিমধ্যেই ব্রিটিশ আমলের তৈরি আইন গুলোকে বাদ দিয়ে একাধিক আইন কার্যকর করা হয়েছে। সেইমতো এই বয়লার দিলে পরিবর্তন আনা হবে। তার ফলে এখানকার কর্মীদের সুরক্ষার দিকটি ভালোভাবে নজর দেওয়া হবে। রাবার এবং কফি চাষ বাড়াতে ছোট ছোট চাষীদের একাধিক সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব রাবার ও কফি বিলে করা হবে। এবার দেখার বিষয় এই বিল কতটা কার্যকরী হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।