আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- নেক্সট জেনারেশন কাপ প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডের চারটি এবং ভারত ও দক্ষিণ আফ্রিকার চারটি একাডেমীর দল নিয়ে এই প্রতিযোগিতা চলবে ১ থেকে ৪ অগাস্ট ২০১৪। অষ্টন ভিলা, এভারটন, ক্রিস্টাল প্যালেস এবং স্পার্স এই চাঁর একাডেমী দলের বিরুদ্ধে খেলবে ভারতের ইমামি ইস্টবেঙ্গল(East Bengal), পাঞ্জাব এফসি এবং মুথুট এফএ যুব দল। দক্ষিণ আফ্রিকার স্টেলেনবস্ক এফসি, যারা গতবারের রানার্স, প্রতিযোগিতার অষ্টম দল। ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার সমাজমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, “আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। দলের শক্তির পূর্ণ সদ্ব্যবহার করা উচিত এই ধরনের প্রতিযোগিতায়। নামের পেছনে না দৌড়ে ফিট খেলোয়াড় যে ৯০ মিনিট দৌড়াতে পারবে তাকেই মাঠে নামাতে হবে। তার সাথে পুরো টিমকে অনুপ্রাণিত করতে হবে।

ছেলেদের বোঝাতে হবে দেশের হয়ে খেলার গুরুত্ব ক্লাবের গুরুত্ব।” তিনি আরো বলেন, “ইস্টবেঙ্গল ক্লাব বরাবরই বিদেশি দলের বিরুদ্ধে ভালো খেলে। এর আগে বিদেশের মাটিতে আমরা ভালো ফলাফল করে এসেছিলাম। যুব ইস্টবেঙ্গল গথিয়া কাপে রানার্স হয়েছিল। ম্যানচেস্টারে আমরা ভালো ফলাফল করেছিলাম, ম্যানচেস্টারের কাছে আমরা হেরেছিলাম ১ – ০ গোলে। সিনিয়র দল লেস্টার সিটিতে গিয়ে শেষ লগ্নে পেনাল্টি গোলে হেরেছিল। সুতরাং ইস্টবেঙ্গল বিদেশের মাটিতে সব সময় দেশের মুখ উজ্জ্বল করেছে।।” অন্য একটি প্রশ্নের উত্তরে দেবব্রত সরকার জানান, “সায়ন ব্যানার্জি দলের সঙ্গে যাবেন যদি মেডিকেল কারণে না খেলতে পারেন সেটা পরের কথা কিন্তু তিনি যাবেন এবং যেতে যেতে হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন।