আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- বুধবারই খবর সামনে এসেছিল যে, রেশন দুর্নীতি নিয়ে এবার তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি তারা বৃহস্পতি এবং শুক্রবার আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নুরকে ডেকে পাঠিয়েছে। স্বাভাবিকভাবেই এই দুই ব্যক্তি আদৌ কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হবেন কি না, তার দিকে নজর ছিল সকলের।কিন্তু অবশেষে ইডির(ED) ডাকে সাড়া দিয়ে আজ সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান।সূত্রের খবর, গতকালই ইডির পক্ষ থেকে জেরা করবার জন্য নোটিশ পাঠানো হয় দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমানকে। আর তার পরিপ্রেক্ষিতেই আজ সেই আনিসুর রহমান সিজিও কমপ্লেক্সে পৌছে গিয়েছেন। তবে শুধু তিনি নন, তার দাদাকেও আগামীকাল ইডি দপ্তরে আসতে বলা হয়েছে। তবে আজ তৃণমূলের এই ব্লক সভাপতিকে জেরা করার পর ইডির কি পদক্ষেপ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।