Election Commission

আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- জম্মু-কাশ্মীরের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন(Election Commission)। মুখ্য নির্বাচন কমিশনার রাজিব কুমার জানিয়েছেন তিন দফায় নির্বাচন ক্রিয়া সম্পন্ন হবে। ৪ অক্টোবর ফল ঘোষণা করা হবে। এবং ৬ অক্টোবরের মধ্যে রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন একইসঙ্গে ১অক্টোবরএক দফায় হরিয়ানায় নির্বাচন হবে।
নির্বাচন কমিশনার জানিয়েছেন জম্মু ও কাশ্মীরে তিন দফায় যথাক্রমে ১৮সেপ্টেম্বর, ২৫ শে সেপ্টেম্বর এবং ১ অক্টোবর নির্বাচন হবে। এই তিন দফায় যথাক্রমে ২৪ ২৬ ও ৪০ টি আসনে নির্বাচন সম্পন্ন করা হবে। এই তিন পর্যায়ের জন্য যথাক্রমে ২০ আগস্ট, ২৯ আগস্ট, ৫ই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করা হবে। আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন যথাক্রমে ২৭ আগস্ট, ৫সেপ্টেম্বর এবং ১২ ই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। মনোনয়ন গুলি পরীক্ষা করে দেখা হবে যথাক্রমে ২৮ আগস্ট, ৬ সেপ্টেম্বর এবং ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যথাক্রমে ৩০ আগস্ট, ৯ এবং ১৭ সেপ্টেম্বর।
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ১১,৮০০টি কেন্দ্রে ৮৭.০৯ লক্ষ্য মানুষ ভোট দেবেন। এই নির্বাচন সম্পূর্ণ করার আরো পাঁচ হাজার সেনা ও বিএসএফ জওয়ানকে সেখানে পাঠানো হবে। এর মধ্যে সেনাবাহিনীর অসম রাইফেলসের দুই ব্যাটেলিয়ান এবং বিএসএফের দুই ব্যাটেলিয়ান অন্তর্ভুক্ত রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন সাংবাদিক বৈঠকে জানান হরিয়ানায় বিধানসভা নির্বাচন ৯০ টি আসনে করা হবে ১ অক্টোবর। ৪ অক্টোবর হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ভোটের ফল একসঙ্গে ঘোষণা করা হবে। রাজিব কুমার আরো বলেন হরিয়ানার নির্বাচনে ভোটার সংখ্যা ২.০১ কোটি। তবে উল্লেখযোগ্য বিষয় হল এখানে প্রায় ১০ হাজার ভোটারের বয়স ১০০ বছরের বেশি। এখানে প্রায় সাড়ে চার লক্ষ ভোটার রয়েছে যারা প্রথমবার ভোট গ্রহণে অংশগ্রহণ করবে। হরিয়ানায় মোট ভোটার সংখ্যার মধ্যে ১.০৬ কোটি পুরুষ এবং ০.৯৫ কোটি মহিলা রয়েছেন।
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এটাই হলো প্রথম বিধানসভা নির্বাচন। গত ২০১৯ সালের ৫ আগস্ট উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়। জম্মু-কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। এবারে জম্মু ও কাশ্মীর বিধানসভার আসন সংখ্যাতেও পরিবর্তন হতে চলেছে। যেমন আগে জম্মু-কাশ্মীরে ১১ টি আসনের মধ্যে জম্মুতে ৩৭, কাশ্মীরে ৪৬ ও লাদাকে ৪টি আসন। এছাড়া পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন রাখা ছিল। এবারের নির্বাচনে জম্মুতে ৪৩টি, কাশ্মীরে ৪৭ টি এবং পাক অধিকৃত কাশ্মীরের জন্য ২৪টি আসন সংরক্ষিত থাকছে। তবে এবারের তালিকা থেকে লাদাখ কে বাদ দেওয়া হয়েছে। তাহলে মোট ১১৪ টি আসন ধরা হয়েছে যার মধ্যে নির্বাচন হবে ৯০ টি আসনে। এরমধ্যে ১৬ টি আসন থাকছে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত। এই ১৬ টি আসনের মধ্যে ৭টি আসন তপশিলি এবং ৯টি আসন তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত থাকছে।