আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার জিএসটি(GST) ইস্যু সহ বেশ কিছু বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। সুকান্ত বাবু এদিন রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ফের কটাক্ষ করলেন। এছাড়াও কয়লা পাচার শ্যুট আউটের ঘটনাতেও মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন তিনি। রেশন দুর্নীতি কাণ্ডে দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি ইডির হাতে গ্রেপ্তার হবার পর সরগরম রাজ্যে রাজনীতি। এই বিষয়েও করা মন্তব্য করলেন বঙ্গ বিজেপি সভাপতি। তিনি বলেন “এখন দুর্নীতি ঘটনা বিরাট বড়চক্র। এতে অনেকেই জড়িত। জ্যোতিপ্রিয় মল্লিকের পুরো টিম জড়িয়ে আছে। আরো অনেকের নাম সামনে আসবে। শিলিগুড়ির এক চালকল মালিকও যুক্ত রয়েছেন”।বিজেপির রাজ্য সভাপতি মনে করছেন, বাংলার যা পরিস্থিতি যেখানে সেখানে শ্যুটআউট হচ্ছে।
কলকাতা ও তার ব্যতিক্রম নয়। তৃণমূল জমানায় এই ঘটনা রাজ্যের আরো বিভিন্ন জায়গায় দেখা যাবে। আসানসোলের শ্যুটআউটের ঘটনা সামনে এসেছে। এখানে এক ধরনের শিল্প হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শিলিগুড়ির পর মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখল নতুন নয়। জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান শিলিগুড়ির জমি মানে হীরের টুকরো। তাই তৃণমূল নেতারা সেটাতো দখল করবেই।বীমা ক্ষেত্রে জি এস টি তুলে দেওয়া নয়। মুখ্যমন্ত্রীর ক্ষোভ, নোংরা রাজনীতির পরিচয়। জিএসটি থেকে টাকাতেই রাজ্যে লাভ হয়। জি এস টি বাড়ার ফলে রাজ্য সরকার টেনেটুনে চলছে বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার।সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন যে শিলিগুড়িতে ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি কিভাবে হয়? তৃণমূল পয়সা ছাড়া থাকতে পারেনা তাই গরু ও কয়লা পাচারের সাথে তারা যুক্ত আছে।