আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- ভারতীয় রেল(Indian Railways) এবার সাধারণ শ্রেণীর কামরা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ এবং নন এসি স্লিপার কামরা একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনে কমে গেছে বলে অভিযোগ সামনে এসেছে। এর ফলে অনেক সময় বাড়তি টাকা খরচ করে দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ খতিয়ে দেখে সাধারণ কামরার চাপ রয়েছে এমন ৪৬টি ট্রেনকে বেছে নিয়েছে ভারতীয় রেল। এই ৪৬ টি ট্রেনে ৯২ টি সাধারণ শ্রেণীর কামরা যোগ করা হবে বলে রেল সূত্রে জানা গেছে। এর পাশাপাশি আরো ২২টি ট্রেনে সাধারণ কামরা যোগ করার কথাও ভাবা হয়েছে। খুব শীঘ্রই এই বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে। রেল সূত্রে আরও জানা গেছে যে সমস্ত ট্রেনে সাধারণ বগি যোগ করা হচ্ছে সেগুলো বেশিরভাগই দক্ষিণ ও পশ্চিম ভারতগামী।
কারণ ওইসব ট্রেনে পরিযায়ী শ্রমিকরা উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য থেকে দেশের বিভিন্ন অংশে কর্মস্থলে যান। এছাড়াও দক্ষিণ ভারতে বহু মানুষ প্রায় সারা বছরই চিকিৎসা করাতে যান। তারাও এইসব ট্রেন ব্যবহার করে থাকেন। এছাড়া রেল সূত্রের খবর পূর্ব রেলের ৩৫টি ট্রেনে যেখানে এসি থ্রি টায়ার বগির সংখ্যা কমিয়ে দিয়ে সেখানে যোগ করা হচ্ছে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচ। যে সমস্ত ট্রেনে এসি থ্রি টায়ার কোচের সংখ্যা কমিয়ে সাধারণ কোচের সংখ্যা বাড়ানো হচ্ছে সেইসব ট্রেনগুলি হল হাওড়া যোধপুর, কলকাতা গোয়ালিয়ার, হাওড়া বিকানের, কলকাতা জয়নগর এক্সপ্রেস এবং মুম্বাই মেল এর মত একাধিক ট্রেন। রেলের আধিকারিকরা আশা প্রকাশ করছেন এতে যাত্রী পরিবহন খরচ কমার পাশাপাশি সুবিধাও হবে।